শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুইয়াকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের হোটেল দি কক্স টুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজারের অভিজাত হোটেল ‘দি কক্স টুডেতে’ অভিযান চালায়। এ সময় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি।

তিনি রুপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি। কক্সবাজারে পালিয়ে এসে পর্যটকদের সঙ্গে মিশে ছিলেন তিনি।


আরো খবর: