ঢাকা, ০৫ জানুয়ারি – দেশব্যাপী শুরু হচ্ছে ভোটার হালগানাদ কার্যক্রম। আগামী ২০ জানুয়ারি থেকে টানা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এ কাজ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
রোববার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে ইসি জানায়, সারাদেশে একযোগে সব উপজেলা/থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারকে স্থানীয়ভাবে উপজেলা/থানা ভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণপূর্বক অঞ্চলভিত্তিক একত্রীকরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায়, জনসংযোগ শাখায় অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দিতে হবে। এছাড়া বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
ইসি আরও জানায়, একযোগে সব জেলায় (প্রতিটি জেলার ১-৬টি করে উপজেলা/থানা) টিম সংখ্যা অনুযায়ী একসঙ্গে ১-৭টি টিমে বায়োমেট্রিকসহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার/আঞ্চলিক নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসারদের সঙ্গে পরামর্শ করে কোন উপজেলা/থানার নিবন্ধন শেষ করে কোন উপজেলা/থানা কার্যক্রম শুরু করবেন, টিম ও অপারেটর সংখ্যার ওপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক সিডিউল প্রস্তুত করতে হবে।
এরপর আঞ্চলিক নির্বাচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। দেশব্যাপী কোনো ধাপ বা পর্যায় না রেখে জেলাভিত্তিক টিম ও অপারেটর সংখ্যা অনুযায়ী উপজেলা/থানাসমূহকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।