শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাতটি বিদেশী ভাষায় পরিবেশন করা হলো বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩


ফরিদপুর, ২৩ মার্চ – ফরিদপুরে সাতটি বিদেশি ভাষায় পরিবেশন করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ৭টি ভাষায় উপাস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ আয়োজন করা হয়।

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাতটি (ইংরেজী, স্প্যানিশ, ফ্রান্স, জাপানি, চাইনিজ, হিন্দি ও আরবি) ভাষায় উপস্থাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ফরিদপুরে জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস প্রমূখ।

এর আগে স্প্যানিশ ভাষায় তানভীন ইসলাম, আরবি ভাষায় সাইফুল ইসলাম, ফ্রান্স ভাষায় কৌশিক সাহা, ইংরেজি ভাষায় ফারহানা জামান, জাপানি ভাষায় দিলীপ মন্ডল, হিন্দি ভাষায় শ্রেয়া তুলসিয়াম প্রীতি ও বাংলা ভাষায় আফিয়া রহমান ৭ মার্চের ভাষণ দেন।

এব্যাপারে জানতে চাইলে স্প্যানিশ ভাষায় ৭ মার্চ ভাষণ দেয়া তানভীন ইসলাম বলেন, আমার জীবনের এটা শ্রেষ্ঠ অর্জন। আমি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্প্যানিশ ভাষায় দিতে পেরে ও ব্যতিক্রম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। ইতিহাসের অংশ হিসেবে নিজের নাম লেখাতে পারলাম।

ইংরেজি ভাষায় বক্তব্য দেয়া ফারজানা জামান বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইংরেজি ভাষায় দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি ঐতিহাসিক এ ভাষণ বিদেশিদের কাছে তুলে ধরতে পারছি, সাথে বিশ্ববাসি জানতে পারছে বঙ্গবন্ধুকে। যা আমাদের দেশের জন্যও গর্বের।

জাপানি ভাষায় বক্তব্য দেয়া দিলীপ মন্ডল বলেন, ৭ মার্চের ভাষণ জাপানি ভাষায় তুলে ধরতে পেরে বেশ ভালো লাগছে। আমাদের বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক ভাষণ জাপানিরাও জানতে পারবে।

এদিকে, ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ৭টি বিদেশি ভাষায় পরিবেশনে বহির্বিশ্বে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আন্তর্জাতিকভাবে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ মার্চ ২০২৩


আরো খবর: