শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাইফের হামলাকারী চিহ্নিত – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫


মুম্বাই, ০৮ ফেব্রুয়ারি – বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নিত্য নতুন তথ্য সামনে আসছে। সর্বশেষ তথ্যমতে, আটক শরিফুল ইসলাম শেহজাদই সাইফের ওপর হামলা করেছে- এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ। তার ফিঙ্গারপ্রিন্টও মিলে গেছে হামলাকারীর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে।

এর আগে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে জানা গিয়েছিল, সাইফের বাড়ি থেকে হামলাকারীর যে ১৯টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, সেগুলির সঙ্গে আটক শরিফুলের আঙুলের ছাপের কোনও মিল নেই।

তবে এবার ভিন্ন তথ্য প্রকাশ করল মুম্বাই পুলিশ। অভিযুক্ত শরিফুল ইসলামের হাতের আঙুলের ছাপের সঙ্গে মিলে গেল ঘটনাস্থল থেকে পাওয়া আঙুলের ছাপ। যদিও এখনও ফাইনাল রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ, তবে শরিফুলই হামলাকারী, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

বুধবার আর্থার রোড জেলে সাইফ হামলার অভিযুক্ত শরিফুলের শনাক্তকরণ প্যারেডের ব্যবস্থা করা হয়েছিল।

অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সাইফ-কারিনার বাসার পরিচারিকা, গৃহকর্মী এবং সাইফপুত্র জেহ’র আয়া কারাগারে গিয়েছিলেন বলে জানা গেছে। শনাক্তকরণ প্যারেডের সময় প্রায় একই চেহারার অন্য কয়েদিদের সঙ্গে শরিফুলকে দাঁড় করানো হয়েছিল। সাইফের বাসার পরিচারিকা ও গৃহকর্মীরা অন্য কয়েদিদের মধ্য থেকে শরিফুলকে চিনতে পেরেছেন। আর তারা নিশ্চিত করেছেন যে ১৬ জানুয়ারি রাতে শরিফুলই সাইফের ওপর হামলা করেছিলেন।

গত ১৬ জানুয়ারি গভীর রাতে সাইফ আলী খানের বাসভবনে ঢুকে তার ওপর হামলা করা হয়।

অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার আঘাত করা হয়। ওইদিন নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত ১১তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। সাইফের ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন হামলাকারী। গৃহকর্মী তাকে দেখে ফেলে চিৎকার করলে সাইফ এগিয়ে আসেন এবং তার সঙ্গে হাতাহাতি হয় হামলাকারীর। একপর্যায়ে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেই হামলাকারী। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫

 



আরো খবর: