শিরোনাম ::
আবু সাঈদের মৃত্যুর দিন প্রতিবছর বন্ধ থাকবে বেরোবি ক্যাম্পাস সাইফের হামলাকারী চিহ্নিত – DesheBideshe ডিআইজি মোল‍্যা নজরুলসহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা আটক, নেওয়া হয়েছে ডিবিতে ১৭ বছরেই দুই সন্তানের মা, ১৮ তে ডিভোর্স— ঘরবন্দি থাকতেন অভিনেত্রী সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট সফলভাবে কক্সবাজারে সম্পন্ন রানির বেডরুমে কি করছিলেন গোবিন্দ? ‘প্রপোজ ডে’-তে পরীমণির ‘সঠিক মানুষ’ নিয়ে আক্ষেপ গুম, খুন হবেনা এমন বাংলাদেশের জন্যেই প্রাণ দিয়েছে তরুণেরা-সালাহউদ্দিন আহমেদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ৭১ জাতি শুধু একটা পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাইফের হামলাকারী চিহ্নিত – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫


মুম্বাই, ০৮ ফেব্রুয়ারি – বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নিত্য নতুন তথ্য সামনে আসছে। সর্বশেষ তথ্যমতে, আটক শরিফুল ইসলাম শেহজাদই সাইফের ওপর হামলা করেছে- এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ। তার ফিঙ্গারপ্রিন্টও মিলে গেছে হামলাকারীর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে।

এর আগে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে জানা গিয়েছিল, সাইফের বাড়ি থেকে হামলাকারীর যে ১৯টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, সেগুলির সঙ্গে আটক শরিফুলের আঙুলের ছাপের কোনও মিল নেই।

তবে এবার ভিন্ন তথ্য প্রকাশ করল মুম্বাই পুলিশ। অভিযুক্ত শরিফুল ইসলামের হাতের আঙুলের ছাপের সঙ্গে মিলে গেল ঘটনাস্থল থেকে পাওয়া আঙুলের ছাপ। যদিও এখনও ফাইনাল রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ, তবে শরিফুলই হামলাকারী, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

বুধবার আর্থার রোড জেলে সাইফ হামলার অভিযুক্ত শরিফুলের শনাক্তকরণ প্যারেডের ব্যবস্থা করা হয়েছিল।

অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সাইফ-কারিনার বাসার পরিচারিকা, গৃহকর্মী এবং সাইফপুত্র জেহ’র আয়া কারাগারে গিয়েছিলেন বলে জানা গেছে। শনাক্তকরণ প্যারেডের সময় প্রায় একই চেহারার অন্য কয়েদিদের সঙ্গে শরিফুলকে দাঁড় করানো হয়েছিল। সাইফের বাসার পরিচারিকা ও গৃহকর্মীরা অন্য কয়েদিদের মধ্য থেকে শরিফুলকে চিনতে পেরেছেন। আর তারা নিশ্চিত করেছেন যে ১৬ জানুয়ারি রাতে শরিফুলই সাইফের ওপর হামলা করেছিলেন।

গত ১৬ জানুয়ারি গভীর রাতে সাইফ আলী খানের বাসভবনে ঢুকে তার ওপর হামলা করা হয়।

অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার আঘাত করা হয়। ওইদিন নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত ১১তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। সাইফের ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন হামলাকারী। গৃহকর্মী তাকে দেখে ফেলে চিৎকার করলে সাইফ এগিয়ে আসেন এবং তার সঙ্গে হাতাহাতি হয় হামলাকারীর। একপর্যায়ে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেই হামলাকারী। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫

 



আরো খবর: