মুম্বাই, ১৬ জানুয়ারি – ছুরিকাঘাতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় বলিউড তারকা সাইফ আলী খানকে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে অভিনেতাকে রাখা হয়েছে আইসিইউতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে।
ভারতীয় গণমাধ্যম এবিপির খবরে জানানো হয়েছে, নিউরোসার্জন ডা. নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন ডা. লীনা জৈন এবং অ্যানেস্থেসিওলজিস্ট ডা. নিশা গান্ধীর নেতৃত্বে ডাক্তারদের একটি দল অস্ত্রোপচার করছেন।
চিকিৎসকরা বলেছেন, ‘ঘাড় ও হাতের চোটও যথেষ্ট গুরুতর ছিল। প্লাস্টিক সার্জারি করা হয়েছে সেই আঘাতে। সাইফকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এখন বিপদমুক্ত ঠিকই। কিন্তু প্রতি মুহূর্তে তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরের কিছু পরে সাইফের টিমের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপন্মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকরা সব সময় নজর রাখছেন। পরিবারের সব সদস্য নিরাপদে রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আক্রান্ত হওয়ার পর সাইফকে হাসপাতালে নিয়ে যান তার সন্তান ইব্রাহিম আলী খান। ইব্রাহিম আলাদা বাড়িতে থাকেন। খবর পেয়ে তড়িঘড়ি করে বাড়িতে পৌঁছান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইব্রাহিম আলী খান যখন বাড়ি পৌঁছান, তখন রক্তে ভাসছিলেন সাইফ। ১৫ জানুয়ারি রাত সাড়ে ৩টা নাগাদ তাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি খুঁজেও পাননি ইব্রাহিম। তাড়াহুড়ো করে অটোরিকশায় চাপিয়ে বাবাকে হাসপাতালে নিয়ে যান তিনি।
লীলাবতী হাসপাতাল পতৌদি প্যালেস থেকে দুই কিমি দূরেই অবস্থিত। পুলিশের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সকালে এক বিবৃতিতে স্ত্রী কারিনা কাপুর খান বলেছেন, “সাইফ হাতে আঘাত পেয়েছে। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের বাকি সদস্যরা ভালো আছে। পুলিশ ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য ধরার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন এবং দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।”
আইএ/ ১৬ জানুয়ারি ২০২৫