শিরোনাম ::
আরো নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে উখিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন চকরিয়ায় ইট তৈরির মিক্সার মেশিনে পিষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার উখিয়ায় ‘সাহেদ-রিপা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু অবশেষে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের কৃতিসন্তান সাইফুল্লাহ রামুতে ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের অবহিতকরণ সভা কক্সবাজার থেকে পেটে ইয়াবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা ইজতেমা মাঠে নিহত ৪, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয় অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাইকেলে চেপে যাচ্ছিল ২ যুবক, পাইপে লুকানো ছিল সাড়ে ৪ হাজার ইয়াবা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

সাইকেলের পাইপের ভেতর করে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার উখিয়া বালুখালি ক্যাম্প এলাকার মু. জামালের ছেলে এরফান (১৯) এবং একই এলাকার আবদুর রহমানের ছেলে ফিরোজ (২০)।

থানা সূত্রে জানা যায়, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী বাইসাইকেল থামিয়ে চেক করতেই পাইপের ভেতর থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা পাওয়া যায়। ২ সাইকেল আরোহীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, সুকৌশলে দুই মাদক কারবারি বসাইকেলের পাইপের ভেতর করে ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এরপর তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।


আরো খবর: