শিরোনাম ::
চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে উখিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ বেড়ে ১৪৫ ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল ৯০ বছর বয়সে মারা গেলেন ‘শোগান’ তারকা রিচার্ড চেম্বারলেইন নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সহপাঠী-কিশোরীদের ইভটিজিং বন্ধ করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন উখিয়ার ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (পিআইবি) এবং সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)-এর সহযোগিতায় ১৬ দিনের কর্মসূচির (16 days Activism) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা’র (স্কাস) চেয়ারম্যান জেসমিন প্রেমা। 

উক্ত কর্মসূচিতে মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের ১৮০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এবং বিদ্যালয়ের শিক্ষকগণ সার্বক্ষনিক সহযোগিতা করেন। কর্মসূচিতে- ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা, ছাত্রদের হাড়ি-পাতিল পরিষ্কার প্রতিযোগিতা ও বাল্য-বিবাহের উপর ছোট নাটিকা আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

উদ্বোধনী বক্তব্যে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা’র (স্কাস) চেয়ারম্যান জেসমিন প্রেমা বলেন, ‘এখানে যত শিক্ষার্থী আছে অবশ্যই দায়িত্ব সহকারে নিজেদের পড়ালেখা শেষ করে ভবিষ্যতে বিভিন্ন দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। বিশেষ করে, ছাত্ররা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, কখনো সহপাঠী এবং কিশোরী বোনদের ইভটিজিং করবে না। তাহলে আমাদের পরিবার ও সমাজ সুরক্ষিত থাকবে।’ 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (পিআইবি) এর জেন্ডার স্পেশালিস্ট ফাহমিদা জাবিন কান্তা ‘জেন্ডার’ বলতে কী বোঝায় এবং ১৬ দিনের কর্মসূচি কখন থেকে শুরু তা তুলে ধরেন। 

শুভেচ্ছা বক্তব্যে মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম বলেন, ‘পিআইবি ও স্কাসের সহযোগিতায় এ বিদ্যালয়ে আয়োজিত ১৬ দিনের কর্মসূচি সকল ছাত্র-ছাত্রীদের মনোবিকাশ ঘটবে। এবং পারস্পরিক সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে।’ 


আরো খবর: