শিরোনাম ::
তারেক রহমানের প্রতিনিধি হয়ে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা আজ বিপজ্জনক পর্যায়ে রাজধানীর বায়ু এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরি উন্নয়নের আহ্বান আইসিইউ নয়, এইচডিইউতে সাবিনা ইয়াসমিন পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সড়ক অবরোধ প্রিয়াঙ্কা চোপরার অভিযোগ, অন্তর্বাস দেখতে চেয়েছিলেন পরিচালক! গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই ফরিদা পারভীন গুরুতর অসুস্থ, নেওয়া হয়েছে আইসিইউতে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান, তিতুমীরের অনশন ‘চলবে’
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সরকার ইন্টারনেট বন্ধ করেনি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: সারাদেশে রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে অবারও বন্ধ করা হলো মোবাইল ইন্টারনেট। এ সময় অনেক এলাকা থেকে গ্রামীণফোনের নম্বর দিয়ে কলও দেওয়া যাচ্ছে না। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারও বন্ধ হয়ে গেছে।



আরও পড়ুন: রোববার ট্রেন চলাচল বন্ধ


রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় বন্দ করা হয় মোবাইল ইন্টারনেট।


কিন্তু ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার দুপুর আড়াইটায় তিনি জানান, আমরা দেশের কোথাও ইন্টারনেট বন্ধ করিনি এবং বন্ধের কোনো নির্দেশও দেইনি। এ সময় কোথাও কোথাও ইন্টারনেটের সমস্যা হচ্ছে। কিন্তু এটা আমাদের নির্দেশনার কারণে নয়।


এ সময় ফাইবার অপটিক্যাল ক্যাবল ও ইন্টারনেট পরিচালনার অনেক গুলো স্থাপনায় সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে বলে দাবি করে তিনি বলেন, দেশের অনেক জায়গায় হামলা চলছে। এ সময় ফাইবার ক্যাবল কেটে দেওয়া হচ্ছে। রোববার আমাদের কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে। এরপর অনেক এলাকায় অপটিক্যাল ক্যাবল কেটে ফেলা হয়েছে। এমত অবস্থায় তাণ্ডব চালালে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করাতো সম্ভব নয়।



আরও পড়ুন: আন্দোলনের প্রভাব ঢাকার সড়কে


এদিকে মোবাইল অপারেটর রবির কল সেন্টার অপারেটর মারুফ বলেন , সরকারের পক্ষ থেকে আজ দুপুর আড়াইটায় দিকে মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবা বন্ধ করা হয়েছে। এরপর কখন এই সেবা চালু করা হবে জানতে চাইলে তিনি আরও বলেন, এই বিষয়ে তারা কর্তৃপক্ষ সাথে কথা বলছে খুব শীঘ্রই পুনঃরায় মোবাইল ইন্টারনেট চালু করা হবে।


অপরদিকে একই কথা জানিয়েছে, বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, টেলিটক।


সান নিউজ/এমএইচ


আরো খবর: