শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সরকার অমানবিকভাবে গ্রেফতারের খেলায় মেতেছে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩


ঢাকা, ২১ এপ্রিল – ঈদুল ফিতরের আগে পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে মুসলমানরা যখন আনন্দ উৎসবের আমেজে থাকে, তখন এ অবৈধ সরকার অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। গ্রেফতার নেতাকর্মীদের পরিবারগুলো যখন গ্রেফতার হওয়া স্বজনদের কাছে না পাওয়ার বেদনায় ভোগে, তখন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী উল্লসিত হয়।’

শুক্রবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন। দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এ বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা, গুমসহ অব্যাহত গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এ গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।

বিএনপি মহাসচিব বলেন, ঈদুল ফিতরের প্রাক্কালে জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ এপ্রিল ২০২৩


আরো খবর: