মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের


কলকাতা, ০৭ সেপ্টেম্বর – একের পর এক সরকারি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা।

নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিয়েছেন নাট্যকার চন্দন সেন। এদিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছেন।

এবার এ তালিকায় যোগ হলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। ২০২১ সালে পাওয়া ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ ফিরিয়ে দিচ্ছেন তিনি। গত ৫ সেপ্টেম্বর রাজ্য সরকারকে ইতোমধ্যে ই-মেল করে দিয়েছেন সুপ্রিয়।

কলকাতার স্থানীয় এক গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘আসলে বিপ্লব আমাকে রাস্তাটা দেখাল। আমাকে পুরস্কারটা ভালবেসেই দেওয়া হয়েছিল। কিন্তু এখন অবশ্য সেটা রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আসলে এই সরকার যা কিছু হয় চাপা দেওয়ার চেষ্টা করে। সেটা কেন হবে? আর ‘ফোঁস’ করার মন্তব্যটা বুঝিনি। ফাঁস করতে হবেই বা কেন? সব কিছুতেই ফসকে বেরিয়ে যাবে, তা হতে পারে না। আমি তো অনেক পরে প্রতিবাদ করলাম, মানুষ তো ১৪ তারিখ থেকে রাস্তায়।’

নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় আরজি কর হাসপাতালে। এ ঘটনায় কাঞ্চনের বিবৃতি আসলে সরকারেরই ঘোষিত বা অঘোষিত আদেশনামা বলেই মনে করেন এ অভিনেতা। আর ঠিক এই কারণেই পুরস্কার ফিরিয়ে দিতে চান অভিনেতা সুপ্রিয় দত্ত।

আইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২৪





আরো খবর: