শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সরকারি জায়গায় রোহিঙ্গাদের দোকান,অবশেষে উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

জাহেদ হাসান::

মিয়ানমার সেনাদের নির্যাতন -নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা কিছু সংখ্যক রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্য অনেকে ক্যাম্পের বাহিরে সরকারি জায়গা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছে।

বনবিভাগ সূত্রে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন বালুখালী ঢালারমুখে কিছু রোহিঙ্গা নাগরিক ক্যাম্পের বাহিরে এসে সরকারি বনভূমি দখল করে দোকান বসিয়ে নির্বিঘ্নে ব্যবসা চালানো সহ নানান অপকর্ম করে আসছে।এমন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অবৈধ স্হাপনার বিরুদ্ধে যৌথভাবে অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্হাপিত দোকানপাট উচ্ছেদ করেছে।

রবিবার(১৮ সেপ্টেম্বর) এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজিব, অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম,থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব হোসাইন সহ অন্যান্য বিটের বিট কর্মকর্তা ও স্টাফগণ অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে।চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।


আরো খবর: