শিরোনাম ::
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সমুদ্রে মায়ের সামনেই তলিয়ে গেল ছেলে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৫ জুন, ২০২৪
সমুদ্রে মায়ের সামনেই তলিয়ে গেল ছেলে


কলকাতা, ১৫ জুন – দুই ছেলেকে সঙ্গে নিয়ে সমুদ্রে গোসল করছিলেন মা। কিন্তু একটিমাত্র ভুলে চোখের সামনেই উত্তাল সমুদ্রে তলিয়ে গেল বড় ছেলে। ভাইকে ডুবতে দেখে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল আরেক ভাইও। কিন্তু শেষরক্ষা হলো না। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দিঘা সমুদ্রসৈকতে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শুভজিৎ এবং তার ভাই বিশ্বজিৎ মায়ের সঙ্গে দিঘা বেড়াতে যায়। শুক্রবার সকাল ১০টার দিকে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে স্নান করতে যায় তারা। এদিকে সকাল থেকেই দিঘার সমুদ্র ছিল উত্তাল। স্নান করতে নেমে কিছুক্ষের মধ্যে বিপদ ঘনিয়ে আসে। আচমকাই উত্তাল ঢেউয়ে বেসামাল হয়ে তলিয়ে যেতে থাকে শুভজিৎ। দাদাকে তলিয়ে যেতে দেখে ছোট ভাই বিশ্বজিৎ তাকে উদ্ধার করতে এগিয়ে যায়। তখনই ঘটনাটি নজরে আসায় তড়িঘড়ি দিঘা থানার সিভিল ডিফেন্সের কর্মীরা দুই ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। তবে বিশ্বজিৎকে উদ্ধার করতে পারলেও তার দাদা শুভজিৎকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মর্মান্তিক ঘটনাটিতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বড় ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শুভজিতের মা। তিনি জানান, দুই ছেলে সমুদ্রে নেমেছিল। কিন্তু বড় ছেলে হঠাৎ অনেকটাই দূরে চলে যায়। আচমকাই সমুদ্রের উত্তাল ঢেউয়ে চোখের সামনে সব শেষ হয়ে যায়। শুভজিৎকে তলিয়ে যেতে দেখে সমুদ্রে ঝাঁপ দেয় তার দাদাও। কিন্তু, শেষ রক্ষা হয়নি।

প্রসঙ্গত, গত মে মাসের শেষের দিকে দিঘায় তলিয়ে যায় এক যুবক। প্রায় ১১ ঘণ্টা নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার করা হয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের সতর্কবার্তার সময়ই ওই অঘটন ঘটে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৫ জুন ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সমুদ্রে মায়ের সামনেই তলিয়ে গেল ছেলে first appeared on DesheBideshe.



আরো খবর: