শিরোনাম ::
চবি প্রক্টরকে লাঞ্ছিত করা ও ধর্ম অবমাননার অভিযোগে ১১ ছাত্রীসহ মোট ১২ জন বহিষ্কৃত সত্যিই কি সাইফের হামলায় পেছনে কারিনা, সন্দেহ বাড়ছে ৮ বছর পর নাফ নদীতে মাছ ধরার অনুমতি কক্সবাজারে যাত্রী সেজে গাড়ি ছিনতাই কক্সবাজার সীমান্তে চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ কুতুবদিয়ায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আটক চকরিয়ায় টিসিবির খাদ্য পন্য বিক্রি শুরু সুবিধা পাচ্ছে কার্ডধারী ২০১৪৫ পরিবার রামুতে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উখিয়ায় সাংবাদিকদের নিয়ে ডিএসকে এর নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা প্রক্টরকে লাঞ্ছিত ও ধর্ম অবমাননার অভিযোগে চবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সত্যিই কি সাইফের হামলায় পেছনে কারিনা, সন্দেহ বাড়ছে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫


মুম্বাই, ০৯ ফেব্রুয়ারি – বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে দিনদিন জল আরও ঘোলা হচ্ছে । হামলার ঘটনার তিন দিনের মধ্যেই মুম্বাই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বিতর্ক থামেনি এখনো।

অভিনেতার ওপর হামলার ঘটনায় নানা ধরনের নতুন নতুন তথ্য-উপাত্ত উঠে এসেছে। এমনও প্রশ্ন উঠেছে, আদৌ কি সাইফের ওপর হামলা হয়েছিল? কারণ, হামলা নিয়ে একজনের সঙ্গে আরেকজনের বক্তব্যের বেশ অমিল দেখা যাচ্ছে।

এদিকে সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করে বসলেন, গোটা হামলার ঘটনা আসলে সাজানো। গুঞ্জন রয়েছে, স্বয়ং কারিনা কাপুর খান নাকি এই ঘটনার নেপথ্যে ছিলেন । শুরু থেকেই তার বক্তব্য আর আচারণ নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে।

অপরদিকে কমল খানের দাবির মধ্যেই রহস্যে ঘেরা এক স্ট্যাটাস দিলেন এই অভিনেত্রী। যেই পোস্ট দেখে নেটিজেনরা অনুমান করছেন, সাইফ আলি খানের সঙ্গে হয়তো তার সম্পর্কে চিড় ধরেছে।

ঘটনায় আরও সন্দেহের দানা বাঁধা কারণ হলো- বলা হয়েছিল, সাইফের ওপর ৬ বার ছুরিকাঘাত করেছিলেন শরিফুল। শিরদাঁড়ায় ছুরি আটকে থাকা অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন এ নায়ক। গুরুতর অস্ত্রোপচার করতে হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তার চেহারা দেখে চমকে ওঠেন সকলে। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে কোনো ক্ষতের চিহ্নমাত্র নেই। পরিষ্কার করে কামানো দাড়ি, ঝকঝকে চেহারা, চোখেমুখে ঔজ্জ্বল্যতা নিয়ে হাস্যোজ্জল সাইফকে দেখা গেছে। তাহলে কি তেমন কিছুই হয়নি? এ নিয়ে তখন থেকেই অনেকের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে।

এতকিছুর পর এবার কারিনা তার রহস্যময় স্ট্যাটাসে লিখেছেন, বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনওই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তারপরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।

কারিনার এই স্ট্যাটাস নিয়ে অভিনেতা কমল আর খান বললেন, ‘সাইফকে ৬ বার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সাইফ! যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনও মিল নেই। তাই আমার মনে হয়, ওই রাতে ওদের বাড়িতে কেউ আসেননি। এটা আসলে সাইফ-করিনার ঝগড়ার পরিণতি।’

কমল খানের এরূপ মন্তব্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আবার সাইফ ও তার স্ত্রী কারিনার ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশ এবং অবশেষে বিচ্ছেদ নিয়ে এই অভিনেত্রীর এরকম রহস্যময় স্ট্যাটাসে ভক্তদের মনেও এখন প্রবল সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে।

আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সত্যিই কি সাইফের হামলায় পেছনে কারিনা, সন্দেহ বাড়ছে first appeared on DesheBideshe.



আরো খবর: