ইসলামাবাদ, ১৬ এপ্রিল – পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর গতকাল শনিবার রাজধানী ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইসলামাবাদ পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
পুলিশ জিও নিউজকে বলেছে, ইফতারের আগে এ দুর্ঘটনা ঘটেছে। সেই সময় এ মন্ত্রী স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন।
এক বিবৃতিতে রাজধানীর পুলিশ বলেছে, মন্ত্রী মুফতি আবদুল শাকুর নিজে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় টয়োটা হিলাক্স রেভো মডেলের গাড়ি মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িতে পাঁচজন যাত্রী ছিলেন।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এর পর দ্রুত মন্ত্রীকে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু গুরুত্বর রক্তক্ষরণে তিনি মারা গেছে।
ঘটনাস্থলে সিনিয়র পুলিশের কর্মকর্তারা দ্রুত যান এবং মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেওয়া গাড়ির পাঁচজনকে গ্রেপ্তার করেন। ওই গাড়ির দুইজন আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সূত্র: আমাদের সময়
এম ইউ/১৬ এপ্রিল ২০২৩