শিরোনাম ::
চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সংসদের উদ্বোধন বয়কটে ঐক্যবদ্ধ বিরোধীরা!

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৪ মে, ২০২৩
সংসদের উদ্বোধন বয়কটে ঐক্যবদ্ধ বিরোধীরা!


নয়াদিল্লি, ২৪ মে – ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করতে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে সুর নরম করেছে দেশটির সরকার। সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, বিরোধীদের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। আমি আপনাদের বলবো, অনুগ্রহ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।

আগামী ২৮ মে রোববার উদ্বোধন হবে ভারতের সংসদের নতুন ভবন। আগেই জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে পারেন না। এটা করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির।

বুধবার (২৪ মে) সম্মিলিতভাবে ভারতের ১৯টি বিরোধী দল সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, শিব সেনা (উদ্ধব শিবির), আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-সহ গুরুত্বপূর্ণ বিরোধী দল রয়েছে।

সাম্প্রতিক অতীতে আর কোনো ইস্যুতে দেশটির সব বিরোধী দলকে একত্রিত হতে দেখা যায়নি। এর আগে আদানি ইস্যুতে অনেক বিরোধী দল একজোট হয়েছিল বটে, কিন্তু তাতেও তৃণমূল, আপ, এনসিপির মতো কিছু দল আলাদা করে বিক্ষোভ কর্মসূচি নেয়। কিন্তু এবার সবাই এক ছাতার তলায়।

বিরোধীদের এই ঐক্য কিছুটা হলেও চাপ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর। তাছাড়া নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে না রাখাটাকে দলিতদের অপমান হিসাবে দেখানোর চেষ্টা করছে কংগ্রেসসহ বিরোধীরা। সেটাও ভাবাচ্ছে বিজেপিকে।

সম্ভবত সেকারণেই সংসদবিষয়ক মন্ত্রী সুর অনেকটা নরম করে বিরোধীদের এই অনুষ্ঠান বয়কট না করতে অনুরোধ করছেন। প্রহ্লাদ জোশী বলছেন, এভাবে একটি নন ইস্যুকে ইস্যু করে সংসদের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। আমি আপনাদের অনুরোধ করছি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৪ মে ২০২৩





আরো খবর: