শিরোনাম ::
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান গণপরিষদ ও আইনসভা নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি পেকুয়ায় ৫ বসতবাড়ি পুড়ে ছাই পেকুয়ায় বসতভিটার জায়গা দখল করতে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা ‘নাইট রাইডার’ তারকা পামেলার ‘আত্মহত্যা’ মাগুরার সেই শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যায় ট্রাইব্যুনালে মামলা নারীর প্রতি সহিংসতার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা দুই প্রাক্তন স্ত্রীই আমার কাছে শ্রদ্ধার
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ ৫-১০ ডিসেম্বর

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ০৪ ডিসেম্বর – সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত জানতে দেশব্যাপী জনমত জরিপ শুরু করছে সংবিধান সংস্কার কমিশন। আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হওয়া এই জরিপ চলতে ১০ ডিসেম্বর পর্যন্ত। আজ বুধবার সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম. এম ফজলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ কার্যক্রম আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। দেশের ৬৪ জেলায় সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপ করবে।

গত ৭ অক্টোবর সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়াও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। গঠিত এই কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করবে।

এ লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজন ছাড়াও বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছে। সেইসঙ্গে ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামতও নেওয়া হয়েছে। যেখানে ৫০ হাজার ৫৭৩ জন সংবিধান সংস্কার নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে কমিশন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৪



আরো খবর: