শিরোনাম ::
সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা ‘মেয়েদের মন’ কিনতে পাওয়া যাচ্ছে মাত্র ২০ টাকায়! বাইডেনের আটকে দেয়া ২ হাজার পাউন্ডের বোমাগুলো ইসরায়েলকে দেয়ার নির্দেশ ট্রাম্পের সোমবার আত্মসমর্পণ করবেন পরীমণি – DesheBideshe ইভিএম মেশিনে ত্রুটি রয়েছে – DesheBideshe ভোটার হালনাগাদে রাজাপালং ইউনিয়ন পরিষদে জনসাধারণের ভোগান্তি দূর করতে ও রোহিঙ্গা ভোটার হওয়া ঠেকাতে জামী চৌধুরীর হেল্প সেন্টার চিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং ফাঁকা ঘরে একা পেয়ে যা করেছিল পরিচালক, মুখ খুললেন অভিনেত্রী রাজধানীতে আজ যে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে ডিএমটিসিএল পরীমণিকে গ্রেপ্তারে পরোয়ানা
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – বিপিএল শেষ হলেই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজ। বিপিএলের ফাইনালের দিনই, ১ মার্চ শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর তিনদিন পর, অর্থাৎ ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৩ মার্চ থেকে চট্টগ্রামে চলবে ওয়ানডে সিরিজ।

এই দুই সিরিজের জন্য বাংলাদেশের দুটি দল ঘোষণা করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

দুই সিরিজের একটিতেও নেই সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বিপিএল চলাকালেই আলোচনার তুঙ্গে ছিল, সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলবেন কি না এই ইস্যু। এমনকি, তাকেও যখন এ নিয়ে প্রশ্ন করা হয়েছিলো, তখন তিনি রেগে গিয়েছিলেন প্রশ্নকারী সাংবাদিকের প্রতি। বলেছিলেন, আমি কী বলেছি যে থাকবো না!

অথচ বাস্তবে দেখা গেলো, শ্রীলঙ্কা সিরিজে সত্যিই নেই সাকিব। অন্যদিকে বিপিএল দিয়ে মাঠে ফেরা তামিম ইকবালও জাতীয় দলের হয়ে খেলবেন কিনা, তা নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু দেখা গেলো- দুই ফরম্যাটের একটিতেও সিনিয়র এই দুই ক্রিকেটারকে দলে রাখা হয়নি।

টি-টোয়েন্টি সিরিজে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিস্ময় অফস্পিনার আলিস আল ইসলামকে রাখা হয়েছে দলে। এই প্রথম জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাইম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং আলিস আল ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল (দুই ম্যাচের জন্য)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা সিরিজের সূচি
১ মার্চ: শ্রীলঙ্কা ক্রিকেট দলের ঢাকায় আগমন

টি-টোয়েন্টি
৪ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, সিলেট, সময়: সন্ধ্যা ৬টা।
৬ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট, সময়: সন্ধ্যা ৬টা।
৯ মার্চ: তৃতীয় টি-টোয়েন্টি, সিলেট, সময়: বিকাল ৩টা।

ওয়ানডে
১৩ মার্চ: প্রথম ওয়ানডে, চট্টগ্রাম, সময়: দুপুর ২.৩০টা।
১৫ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম, সময়: দুপুর ২.৩০টা।
১৮ মার্চ: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম, সময়: সকাল ১০টা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪





আরো খবর: