শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শ্রদ্ধার মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫


মুম্বাই, ০৩ মার্চ – ‘স্ত্রী ২’ সিনেমার ব্যাপক সাফল্যের পর দারুণ সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নায়িকার অভিনয় দর্শকদের এতোটাই মুগ্ধ করেছে যে, তাকে নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করেছেন হরর কমেডি ইউনিভার্সের নির্মাতা দীনেশ বিজন। জানা গেছে, পরবর্তী ৮টি সিনেমাতেই শ্রদ্ধাকে রাখা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে আরও একটি বিষয় নিয়ে এ অভিনেত্রী খবরের শিরোনাম হচ্ছেন। তা হলো— চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন। অবশ্য এটি আর গুঞ্জনে নেই। অভিনেত্রীর বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বার্তার কারণে এটি এখন ভক্তদের কাছে পরিষ্কার যে, তারা গভীর প্রেমে রয়েছেন।

মূলত, রোববার শ্রদ্ধার ফোনের ওয়ালপেপারের একটি ছবি অনলাইন দুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

যদিও শ্রদ্ধা বা তার প্রেমিক রাহুল তাদের সম্পর্কের বিষয়ে এখনো মুখ খুলেননি, তবে এই ছবি অনেককিছুই বলে দিয়েছে।

ওয়াল পেপারে যে ছবিটি ধরা পড়েছে, তাতে মনে হয় শ্রদ্ধা কাপুর রাহুল মোদির প্রেমে গভীরভাবে ডুবে আছেন। ছবিটি একটি আয়না থেকে তুলেছেন এ অভিনেত্রী, যেখানে রাহুল শ্রদ্ধাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। শ্রদ্ধা সামনে দাঁড়িয়ে আছেন এবং দুজনের মধ্যে রোমান্টিক রসায়ন স্পষ্ট।

শ্রদ্ধা এবং রাহুলকে এর আগেও একসঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে। কখনো তারা একসঙ্গে ভ্রমণ করেছেন। আবার কখনো কেনাকাটা করতে গেছেন। সম্প্রতি আহমেদাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এছাড়া অনন্ত-আম্বানির বিয়ের অনুষ্ঠানেও তারা একসঙ্গে উপস্থিত ছিলেন।

তবে কিছুদিন আগে খবর ছড়িয়েছিল যে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলোও করার পর বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। কিন্তু এই ওয়ালপেপারের ঘটনা সেই জল্পনাকে ভুল প্রমাণ করেছে। তারা যে একসঙ্গেইি আছেন, তা স্পষ্ট।

রাহুল মোদি একজন চলচ্চিত্র লেখক এবং সহকারী পরিচালক। তিনি ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির গল্পে কাজ করেছেন। ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ সিনেমার শুটিংয়ের সময়ই শ্রদ্ধা এবং রাহুলের প্রথম দেখা হয়েছিল। মনে করা হয়, এই সিনেমার শুটিং সেট থেকেই তাদের প্রেমের শুরু হয়েছিল।

আইএ/ ০৩ মার্চ ২০২৫



আরো খবর: