শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না – উখিয়ায় বিএনপি নেতা শামীম

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাহবুবুর রহমান শামিম বলেছেন শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।ফ্যাসিবাদ সরকারকে হঠাতে দলীয় নেতাকর্মীদের রাজপথে আসার আহবান জানান।আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন লুটপাট করেছে।

২৮আগষ্ট রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে, জ্বালানি তেল,পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে গন মিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উখিয়ার কোটবাজার স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন:উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।

এসময় প্রধান অতিথি আরো বলেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে সরকার। এখনো তিনি মুক্ত হতে পারেনি। সারাদেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন ভাড়া ও খাদ্য পণ্যের দাম। ফলে প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী,,
-কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির ,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

এর আগে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্হরের নেতাকর্মীরা দলে দলে যোগাদান করেন।


আরো খবর: