সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:১১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শুটিংয়ের গোপন ভিডিও নিয়ে কেয়ার মন্তব্য

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫


 

 

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – বর্তমান সময়ের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল অভিনয় ও গ্ল্যামার দিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তবে বছরজুড়েই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকেন। আসছে ভালোবাসা দিবসেও বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার।

এদিকে, বর্তমান সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটছে। এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারাচ্ছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে অনেক শিল্পীই অভিযোগ তুলে প্রতিবাদ করেছেন। এবার সেই কাতারে যুক্ত হলেন কেয়া পায়েল।

কেয়া পায়েল বলেন, এটা খুবই বিরক্তিকর। দেখা যায় শুটিং চলছে, সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি। আমি নিজেই জানি না, সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে। এটা নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার।

এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: