বুধবার, ০৮ মে ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শিশু সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

এম.এ আজিজ রাসেল::

“সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব” বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা, শহর ও সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস,এম কামাল উদ্দিন, সমাজকর্মী ইঞ্জিনিয়ার কানন পাল, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কাশেম, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান ও সদর উপজেলার সহকারী সমাজ সেবা অফিসার রুকসানা আক্তার বৃষ্টি।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শফিউদ্দিন মিথুন।

সভায় বক্তারা বলেন, শিশুরা পরিবারের কাছে বেশি নির্যাতনের শিকার হয়। এতে শিশুর বিকাশে বাঁধা হয়ে দাঁড়ায়। সরকার শিশু নির্যাতন রোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তাই শিশু সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।


আরো খবর: