সোমবার, ১০ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শিশু সুমাইয়ার পর মায়ের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫


ঢাকা, ০৯ মার্চ – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের আট জন দগ্ধ হওয়ার ঘটনায় শিশু সুমাইয়ার পর তার মা রুপালী বেগম (২০) মারা গেছেন। রবিবার (৯ মার্চ) সকাল পোনে ৬টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় তিন জনের মৃত্যু হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘রুপালীর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঝগড়াচর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও সোহাগের স্ত্রী রুপালি।

এর আগে, শনিবার ১৮ মাস বয়সী সুমাইয়া মারা যায়। তার আগে মারা যান হান্নান।

গত ৩ মার্চ গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ী এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।



আরো খবর: