বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শিশু অপহরণের ঘটনায় ৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার বছরের শিশু রায়হান উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। এতে এক নারীসহ তিন রোহিঙ্গাকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

মামলার আসামিরা হলেন- টেকনাফের মোছনি রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর সি-ব্লকের মো. আমিনের ছেলে সাদেক হোসাইন ও মেয়ে রোকসানা এবং একই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে আমির ফয়সাল।

উদ্ধারকৃত শিশু রায়হান উখিয়ার ক্যাম্প-১৬ এর এ/১ ব্লকের আবু জাফর ও রেহেনা বেগমের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গত ৩০ আগস্ট বেলা ১১টার দিকে অপহরণ চক্রের মূলহোতা সাদেক ও ফয়সাল রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে ঐ শিশুকে অপহরণ করেন। পরে শিশুটির কান্নার শব্দ শুনিয়ে তার বাবা-মায়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঐ শিশুর মা রেহেনা বেগম। এরপর রোববার ভোরে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদেককে জামতলী থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, মোছনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে অপহরণ চক্রের সদস্য রোকসানার কাছ থেকে রায়হানকে উদ্ধার করা হয়। একইসঙ্গে রোকসানাসহ আরো একজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে রোববার রাতেই মামলা করা হয়েছে।


আরো খবর: