শিরোনাম ::
চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন
শনিবার, ০৩ মে ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শিক্ষার্থীদের পক্ষে তাহসানের পোস্ট, নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
শিক্ষার্থীদের পক্ষে তাহসানের পোস্ট, নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া


ঢাকা, ০১ জুলাই – কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে শুরু থেকেই এদেশের তারকারা বেশ সরব ভূমিকা পালন করে আসছেন। ইতোমধ্যেই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের বহু চলচ্চিত্রশিল্পী, সংগীত শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারা।

এই মুহূর্তে আন্দোলন ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় নিহতের পাশাপাশি গণগ্রেপ্তার ও হয়রানির ঘটনায় যার যার মত প্রতিবাদ করে যাচ্ছেন তারকারা। এবার আর নীরব থাকতে পারেননি দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

বৃহস্পতিবার সকালে তার ফেসবুক পোস্টে নিহতদের স্মরণে প্রতিবাদী এক কবিতা লিখে নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তাহসানের পোস্ট করা সেই কবিতাটি হবহু তুলে ধরা হল-

এতগুলো যে তাজা প্রাণ হারাবার,

সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার

যে কষ্ট জানে শুধু আপনজন,

শুধু শহীদের পরিবার।

প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ,

তাই মানসিক বিবাদে তটস্থ থাকি

বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে

আমি দেশপ্রেমিক কোনো কবি।

মেরুকরণের এই দেশে

দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই,

ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই

জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই।

শান্ত কবি স্থিরতা চায়,

শুধু একটাই অনুরোধ

দেশ গড়তে হবে তোমাদের,

গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ;

চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ।

আমার সূর্য আজ অস্তমিত,

তোমরা নতুন রবি

করজোড়ে ক্ষমা চাই বারংবার,

শুধু একজন পরাজিত কবি।

পোস্টটি শেয়ার করার পর থেকেই তাহসানকে নিয়ে নেটিজেনদের একাংশ বেশ সমালোচনামূলক মন্তব্য করতে থাকেন। তাদের দাবি, সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান, অথচ আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিল অধিকাংশ তারকারা। মূলত এমন উদ্ভুত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সাড়া দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

এক নেটিজেনের মন্তব্য, ‘ঘুম ভেঙেছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘সিরিয়াসলি ম্যান? এখন ঘুম ভাঙছে? আপনি আইডল ছিলেন আমার! আমার আইডল এখন রাফি, মুগ্ধ, আবু সাঈদ।’ কেউ উল্লেখ করেন, ‘প্রতিবাদটি আরও আগে করা উচিত ছিল।’অধিকাংশ নেটিজেনদের তাদের কমেন্ট বক্সে বিরূপ মন্তব্য প্রকাশ করতে দেখা যায়।

অনেকের মরে, তাহসান দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষক হিসেবে তরুণ শিক্ষার্থীদের পাশে তাহসানের সমর্থন সেই শুরু থেকেই আশা করেছিলেন অনেকে।

আইএ/ ০১ আগস্ট ২০২৪





আরো খবর: