শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শাহরুখের ‘পাঠান মা’ আমার বড় বোন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪
শাহরুখের ‘পাঠান মা’ আমার বড় বোন


মুম্বাই, ৩০ এপিল – নেটফ্লিক্সে চলছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’। এবারের পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান। কাপিল শর্মার ১১ বছরের ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো তার শোতে হাজির হচ্ছেন এই অভিনেতা।

তবে শুধু আমিরই নন, তার সঙ্গে এই শোতে হাজির ছিলেন দুই বোন নিখাত, ফারহাত এবং ভগ্নিপতি সন্তোষ। কাপিল শর্মা নিজেই দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে নিজের বোন সম্পর্কেও চমকপ্রদ এক তথ্য দেন।

আমির জানান, শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতে যিনি ছিলেন, তিনি আসলে তার বোন নিখাত। ‘পাঠান’ ছবিতে শাহরুখের ‘পাঠান মা’ হিসেবে পর্দায় যাকে দেখা গিয়েছিল তিনিই হলেন আমিরের বোন। নিখাত-ই অভিনয় করেছেন আফগান মহিলার চরিত্রে।

আমির বলেন, ‘ওটা নিখাত, আমার বড় বোন, গোলাপি রঙের পোশাক পরেছিল। তুমি কি পাঠান দেখেছো? সিনেমায় একজন মহিলা ছিলেন, যিনি শাহরুখের বাহুতে একটা তাবিজ বেঁধে দেন, ওটাই আমার দিদি।’

‘পাঠান’ মুক্তির পর অবশ্য নিখাত খান হেগড়ে নিজেও শাহরুখের সঙ্গে তার কিছু ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তবে তিনিই যে আসলে আমির খানের বোন, সে কথা অনেকেই জানতেন না। কাপিলের শো-তে আমির নিজের বোনের কথা বলার পর সকলেই অবাক হয়ে যান।

এরপর আমির তার ছোট বোনের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। আমিরের কথায় বোন ফারহাত তার চেয়ে ভালো অভিনয়শিল্পী। তিনি বলেন, ‘আমি ৩৫ বছর ধরে কাজ করছি কিন্তু ফারহাত আমার চেয়ে ভালো অভিনয়শিল্পী। সিনেমার কাজ করার আগে আমি একজন সহকারী হিসেবে কাজ করতাম। আমি যখন সহকারী পরিচালক ছিলাম তখন আমার বয়স ছিল ১৮। সহকারী পরিচালক হওয়ার আগে আমি একটা ছবিও বানিয়েছিলাম। একটি শর্ট ফিল্ম, যার নাম ছিল ওপেন উইন্ডো। ফারহাত সেখানে প্রধান ভূমিকা অভিনয় করেছিল। আমিই ওকে অভিনয় করতে বলি।’

এরপর কাপিল মজা করে আমিরকে বলেন, ‘আপনি কিন্তু নিখাত দিদির প্রশংসা করছেন না! এটা কি ঠিক হচ্ছে?’ নিখাতও তখন আমিরের সঙ্গে সহমত প্রকাশ করেন। পরে অবশ্য কাপিল আমির ও তার পরিবারের প্রশংসা করেন। সবমিলিয়ে পুরো শো জমে উঠেছিল।

আইএ/ ৩০ এপিল ২০২৪





আরো খবর: