শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শাহপরীর দ্বীপ ঘাটে অভিযান চালিয়ে ১লাখ ইয়াবা, জাল ও ইঞ্জিন বোট জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২

টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া ঘাটে অভিযান চালিয়ে ১লাখ ইয়াবা,জাল ও ইঞ্জিন বোট জব্দ করেছে।

সুত্র জানায়, ২৬ আগষ্ঠ ভোররাত সোয়া ৩টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান এনে মওজুদের সংবাদ পেয়ে জালিয়া পাড়া নৌঘাটে তল্লাশী অভিযান চালায়।

এক পর্যায়ে একটি রং করা ইঞ্জিন বোটের পাঠাতনের নীচে জালের মধ্যে লুকানো এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

এসময় ইঞ্জিন বোটসহ নৌকায় থাকায় ৮০কেজি জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩কোটি ৬লক্ষ ২০হাজার টাকা। এই ঘটনায় সম্পৃক্ত চোরাকারবারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দকৃত জাল ও ইঞ্জিন বোট স্থানীয় শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।


আরো খবর: