শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শাস্তি পেলেন মোসাদ্দেক-পুরানরাও

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
শাস্তি পেলেন মোসাদ্দেক-পুরানরাও

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলের) একই দিনের দুই ম্যাচে শাস্তি পেয়েছেন তিন ক্রিকেটার। এর মধ্যে রংপুর রাইডার্সের , নিকোলাস পুরান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেন। শাস্তি হিসেবে এই তিন জনকেই বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে।সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে এই তিন ক্রিকেটারের শাস্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে জয়ের পর ব্যাট দিয়ে হেলমেটে আঘাত করেন রংপুরের মেহেদী। যা আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামের অপব্যবহারের কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট। এছাড়া একই দলের বিদেশি ক্রিকেটার পুরান বিসিবির লেভেল ওয়ানের ২.২২ ধারা (জার্সি পরার বিধি) ভঙ্গ করায় তার ম্যাচ ফির ৫০ শতাংশ কাটার পাশাপাশি ২টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

অনফিল্ড আম্পায়ার প্রগীত রামবুকভেলা, আলি আরমান রাজন, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ শেষে নিজেদের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি আখতার আহমেদের দেওয়া শাস্তি মেনে নেন তারা।

এর আগে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিসিবির লোগো গাইডলাইন মানেননি কুমিল্লার ক্রিকেটার মোসাদ্দেকও। বিসিবির লেভেল ওয়ানের ২.২২ ধারা (জার্সি পরার বিধি) ভঙ্গ করায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ কাটার পাশাপাশি নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অনফিল্ড আম্পায়ার ডেভিড মিলনস, রবীন্দ্র ভিমালাসিরি, তৃতীয় আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মুজাহিদ স্বপন মোসাদ্দেকের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের দেওয়া শাস্তি মোসাদ্দেক মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

 


আরো খবর: