কক্সবাজারের টেকনাফের শামলাপুর শরণার্থী ক্যাম্প এলাকা থেকে মো. সহিদুল আমিন নামে এক রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করেছে (এপিবিএন) পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে বাহারছড়া ইউপি শামলাপুর ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সহিদুল উখিয়া বালুখালী ২০ ক্যাম্পের ব্লক এম-২৫ বাসিন্দা নুরুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামলাপুর ২৩ ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল ক্যাম্পের এ/৫ ব্লকে অভিযান পরিচালনা করে মো. সহিদুল আমিন নামে এক রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি কথিত আল-ইয়াকিনের সদস্য এবং উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা হয়ে টেকনাফ শামলাপুর ক্যাম্পে আত্নগোপন করেছিল। আটক রোহিঙ্গাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।