শিরোনাম ::
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন পূজা চেরি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ০৭ জানুয়ারী – ব্যক্তিজীবনে প্রেমের পর অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। যদিও বিচ্ছেদের পর এখন আলাদা পথে হাঁটছেন তিনজনই। এবার শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে অভিনেত্রী পূজা চেরির। শোনা যায়, পূজার সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।

যদিও সে সময় পূজা জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে। ফের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা।

সম্প্রতি বিষয়টি নিয়ে পূজা বলেন, ‘এসব প্রশ্ন শুনলে আমার খুব হাসি পায়। কারণ, সে ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন নায়ক। শাকিব খানের সঙ্গে প্রেম থাকুক বা না থাকুক এটা পরের বিষয়। এটা নিয়ে যে সবাই বলে তাদের নিজেদেরও লজ্জা বোধ হওয়া উচিত। এত সিনিয়র একজন পারসনের সঙ্গে কেন এই ব্যাপারটা রটাবে।’

তিনি আরও বলেন,‘প্রত্যেকে আমরা যারা কাজ করি, সিনিয়র হোক জুনিয়র হোক, খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। শাকিব খান, সিয়াম আহমেদসহ অনেক নায়কের সঙ্গেই আমি কাজ করেছি। প্রত্যেকেই কাজের জায়গা থেকে খুব ভালো বন্ধু।’

সূত্র : আমাদের সময়



আরো খবর: