শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৫ মে, ২০২২

এম.এ আজিজ রাসেল:

বুদ্ধ পূজা, পিণ্ডদান, সংঘদান, ধর্মালোচনা, বোধি বৃক্ষতলে চন্দন ও সুগন্ধি মিশ্রিত পানি দান, শান্তি শোভাযাত্রাসহ নানা আনুষ্ঠানিকতা ও কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার পর্যটন শহর কক্সবাজারে বুদ্ধ পূর্ণিমা পালন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

সকাল থেকেই কক্সবাজারের বৌদ্ধ বিহার ও উপাসনালয়গুলোতে এসব আচারানুষ্ঠান পালন করে তারা। বিকেলে শহরের বৌদ্ধমন্দির এলাকা থেকে বুদ্ধ মূর্তি নিয়ে এক বিশাল শান্তি শোভাযাত্রা বের করে কক্সবাজার মডেল হাইস্কুলের রাখাইন শিক্ষার্থীরা।

শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় মাহাসিংদোগ্রী বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। সেখানে বুদ্ধ মূর্তিকে পবিত্র চন্দন পানি দিয়ে স্নান করান।

এসময় গৌতম বুদ্ধ বৌদ্ধত্ব লাভের বটবৃক্ষে প্রার্থনা করেন আবাল বৃদ্ধাবণিতা। পরে ধর্মীয় গুরুরা গৌতম বুদ্ধের আলোকিত জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।

শহরের কেন্দ্রীয় অ¹মেধাস্থ মাহাসিংদোগ্রী মন্দিরে গিয়ে দেখা যায়, শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শহরের বৌদ্ধ বিহারগুলো সেজেছে অপরূপভাবে। বিকাল গড়াতেই বিহারে মানুষের ঢল নামে।

বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ঠশীল প্রার্থনা, বৌদ্ধ পূজা, পিন্ডদান, হাসপাতালে রোগীদের খাবার বিতরণ, বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে প্রাথর্না, আলোচনা সভা, ভাবনা, সুত্রপাঠ ও প্রদীপ প্রজ্জ্বলন।


আরো খবর: