শিরোনাম ::
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান কলম্বিয়ার প্রেসিডেন্টের একফ্রেমে চিত্রনায়ক আলমগীর ও তার তিন সন্তান রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা খুন ঢাকায় ইউএনএফপিএর নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম মেক্সিকোতে গুলিতে আট জন নিহত ক্ষোভে জাতিসংঘ সনদ ছিঁড়লেন ইসরাইলের রাষ্ট্রদূত চকরিয়ায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সাত প্রার্থীকে ৩২ হাজার টাকা জরিমানা রামুতে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হতাশাজনক ফলাফল নতুন পরিচয়ে তাহসান খান – DesheBideshe ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে বাংলাদেশকে তাগিদ দিয়েছে সৌদি সরকার
সোমবার, ১৩ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শপথ নিলেন উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

এম.এ আজিজ রাসেল ::

শপথ নিলেন কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, “ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। কোন কারণেই জনসেবায় অবহেলা বরদাস্ত করা হবে না।”

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী, টেকনাফের হোয়াইক্য ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস,এম মইন উদ্দিন আহমদ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ভেওলা মানিকচর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর আলম, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মো. আওরঙ্গজেব ও কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন।


আরো খবর: