শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

লোহিত সাগর উপকূলে নৌকাডুবি, মৃত ২১

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩


সানা, ০৮ মার্চ – ইয়েমেনের পশ্চিম উপকূলে লোহিত সাগরে নৌকাডুবির ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিশু ও নারী রয়েছে। ডুবে যাওয়া নৌকাটি আলুহেয়াহ থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিলেন।

দেশটির কয়েকজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য সান।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেলে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা। ইয়েমেনের হোদেইদাহ বন্দর নগরীর উত্তরাঞ্চলীয় আলুহেয়াহ জেলার কাছে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল-আহদাল।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ওই নৌকার আরোহীরা সবাই স্থানীয় গ্রামবাসী। তাদের মধ্যে ১২ জন নারী, সাতজন শিশু ও দুইজন পুরুষ ছিলো।

নৌকাডুবির পর ছয়জন বেঁচে গেছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে হোদেইদাহ শহরের আল-থাওরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: দ্য সান

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ মার্চ ২০২৩


আরো খবর: