বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

লোহাগাড়ায় বাস চাপায় পুলিশ হত্যা, র‌্যাবের জালে ধরা সেই ঘাতক চালক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২

লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পুলিশ সদস্য মারুফুল ইসলামকে (২২) বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় হানিফ পরিবহনের সেই ঘাতক চালক সুজন দে’কে (৩৮) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭। সে রাউজানের ফকির টিলা ইয়াছিননগর এলাকার মৃত বিমল দে’র ছেলে।

রবিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের জগন্নাথহাট বাজার এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবসার।

জানা যায়, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত কনস্টেবল মারুফুল ইসলাম ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের চুনতি বাজারের সালওয়া রেস্টুরেন্টের সামনে হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পুলিশ সদস্য মারুফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে মারুফের মা হাসিনা খানম লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৩। ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫।

আরও জানা যায়, ঘটনার পরপরই বাসের হেলপারকে আটক করা হলেও ঘাতক বাসচালক সুজন দে সেখান থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। র‌্যাব-৭ তাকে ধরতে গোয়েন্দা নজধারী চালায়। এক পর্যায়ে র‌্যাব জানতে পারে সুজন চট্টগ্রামের রাউজান থানার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে আটক করে।

প্রসঙ্গত, মারুফুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর হারবাং লাল ব্রিজ সংলগ্ন নয়া বাজার এলাকার প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন ।


আরো খবর: