ওয়াশিংটন, ১৪ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল তিনটি বড় অঞ্চলে ছড়িয়ে পড়েছে—পালিসেডস, ইটন ও হার্স্ট। ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিন অঞ্চলে দাবানলে মোট ৩৮ হাজার ৬২৯ একর (প্রায় ৬০ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে। এটি প্যারিস শহরের আয়তনের চেয়ে বড়। প্যারিসের আয়তন ৪০ বর্গমাইল। খবর সিএনএন।
বিশেষ করে পালিসেডস দাবানলেই ২৩ হাজার ৭১৩ একর (প্রায় ৩৭ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করছে। দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। দমকা বাতাসের গতির ওপর পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে।
প্যালিসেডস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছিল, নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল। তবে, আগুন নেভানোর পর কয়েক দিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে।
সূত্র: কালবেলা
আইএ/ ১৪ জানুয়ারি ২০২৫