সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় গ্রেফতার – ২

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামী কে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন।

আটককৃতরা হলো, মধুরছড়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি/২৯ ব্লকের বাসিন্দা নুর আলমের পুত্র
মামলার ৮নং আসামী আমির হাকিম (৩৭) ও একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মনসুরের পুত্র মামলার ১১নং আসামী মোহাম্মদ মজিদ উল্লাহ (৩৫)।

রবিবার (১২ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি বলেন, “রবিবার ভোরে মধুরছড়া পুলিশ ক্যাম্পের কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোহাম্মদ মেহেদী হাসান শাকিলের নেতৃত্বে এপিবিএনের একটি টিম অভিযান চালিয়ে সোমেন হত্যার ঘটনায় দুইজন’কে গ্রেফতার করে।”

আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১১ জুন) রাতে নিহত সোমেনের পিতা আবু সুফিয়ান মামলাটি দায়ের করেন, উখিয়া থানায় যার মামলা নং-৬৬/ ১১-০৬-২২ ইং ।

১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যার একদিন পরই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪নং রোহিঙ্গা ক্যাম্প সি ব্লক থেকে মোহাম্মদ সোমেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, “ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএন ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে। কি কারণে এই হত্যাকান্ড ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।


আরো খবর: