কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টারদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। এরপর তিনি ‘ইউএনএইচসিআর’ কার্যালয়ে একটি বৈঠকে বসার কথা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকালে তিনি প্রথমে উখিয়ার কুতুপালং ক্যাম্প এক্স:- ৪ এরে কর্মরত সংস্থার লোকজন ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।
এরআগে গত ১৪ আগস্ট সকালে পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।
দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সফর বলে এক বার্তায় জানিয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দপ্তর।