নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
বুধবার(৫ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৯ এ এনামুল্লাহ মাঝির দোকানের সামনে অভিযান চালিয়ে ক্যাম্প-১৯ ডি-২ ব্লকের আলতাজ হোসেন’র ছেলে মেহেদী হাসান(২৬) কে ৩০হাজার পিস ইয়াবা সদৃশ এমফিটামিন জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।