শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের পৃথক অভিযানে ২ টি অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৯ জুলাই, ২০২৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের পৃথক অভিযানে ১টি দেশীয় তৈরি কাটা রাইফেল, ১টি ওয়ান শুটারগান এবং ৩ রাউন্ড তাজা শর্টগানের গুলিসহ দুই জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়া থানাধীন বালুরমাঠ ক্যাম্পে এপিবিএন অভিযান পরিচালনা করে ২ নম্বর ক্যাম্পের ইস্ট ই ৯ ব্লকের ১৩৯৩১৭ এফসিএন বাসিন্দা মৃত জলিল বসুর ছেলে মাহমুদুল হাসান (৩১) কে ১টি দেশীয় তৈরী কাটা রাইফেল ও এক রাউন্ড শর্টগানের গুলিসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে একইদিন রাত সাড়ে ৮ টার দিকে বালুরমাঠ ক্যাম্প এপিবিএন ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি ব্লক ১৬৫৫৬৮ এফসিএন অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড শর্টগানের গুলিসহ বশির আহমদের ছেলে মৌলভী আমির হোসেন (৪৩) কে গ্রেফতার করা হয়।

কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ সৈয়দ হারুন অর রশীদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।


আরো খবর: