সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে দেশীয় অস্ত্র সহ আরসা কমান্ডার আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী গুলিসহ এফডিএমএন সদস্যকে আটক করেছে ৮ এপিবিএন পুলিশের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮ (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে পৌনে ২টার পর্যন্ত উখিয়ার এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের ৩ ডি ব্লকের কারিতাস এনজিও অফিসের সামনে ইটের সলিং রাস্তায় ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বিপিএম এর নির্দেশনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিনের নেতৃত্বে অফিসার ফোর্সসহ অভিযানিক দল দীর্ঘ ৪ঘন্টা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী বাহিনীর লিডার আরসা কমান্ডার সাইফ উল্লাহ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অধিনায়ক বলেন, এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের ৩ ডি ব্লকের কারিতাস এনজিও অফিসের সামনে অভিযান চালিয়ে এফডিএমএন সদস্য (আরসা কমান্ডার) সাইফ উল্লাহ (৩২) এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের ডি/৫ ব্লকের এফসিএন ২৪০৪০৪ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও এক রাউন্ড গুলি সহ আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে এপিবিএন দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: