শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্পে এক যু্বককে হত্যার চেষ্টা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরএস ও সন্ত্রাসীরা এক রোহিঙ্গা যুবককে মারধর করে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।গুরুতর আহত যুবক ক্যাম্প অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আইএমও)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত হলো উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-২৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রাশেদের ছেলে মোহাম্মদ সাদেক (২৯)।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে উখিয়া ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ২৬ ব্লকে বসবাসরত মোহাম্মদ সাদেক নামের একজন রোহিঙ্গাকে আরএসও সদস্যরা জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দেয়। জানা যায়, আহত রোহিঙ্গা আরসা ও নবী হোসাইন গ্রুপের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এরূপ সন্দেহের ভিত্তিতে তাকে ব্যাপক মারধর করে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে তুলে নিয়ে যায়।পরে ব্যাপক মারধর করে ছেড়ে দেয়।বর্তমানে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে ভর্তি রয়েছে।


আরো খবর: