কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী শর্টগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত হলেন উখিয়ার কুতুপালং ৭নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মো. রফিক (২২)।আটককৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প- ৮ (ইস্ট) এর বি/৩৯ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, ক্যাম্প-৮ ইস্ট এলাকায় কতিপয় দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং যেকোনো সময় সন্ত্রাসী কার্যক্রম সংঘটন করতে পারে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় শর্টগান ও চার রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।