শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ::

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মোঃ বেলাল হোসেন(১৯)নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র(এলজি)ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার(২৯এপ্রিল)বিকেলে হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেই একই ক্যাম্পে ব্লক-পি,শেড-১১০৪/১বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের এইচ-ব্লক এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।এসময় ধৃতের কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,সেই জুবায়ের হত্যা মামলার আসামি এবং ডাকাত শফি আলমের সহযোগী।উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ
গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর: