বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গাদের পাচারের চেষ্টা, ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

কক্সবাজারে পাচারের সময় উদ্ধারকৃত ৩৩ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ৭ দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে কক্সবাজার বাস টার্মিনাল থেকে নারী ও শিশুসহ ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ঐ সময় জয়নাল নামে উখিয়ার বালুখালীর এক দালালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরো ৬ জন দালালকে আটক করে পুলিশ। ঐ ঘটনায় আটককৃত ৭ দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ফয়সাল নামে এক ব্যক্তির নির্দেশে রোহিঙ্গাদের পাচারের জন্য কক্সবাজার বাস টার্মিনালে নিয়ে এসেছিল দালাল ফয়সাল। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।


আরো খবর: