শিরোনাম ::
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আখতার আটক উখিয়ায় আর্থ আওয়ার উদযাপন নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ উখিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ইফতার মাহফিল সম্পন্ন চকরিয়ায় ৪২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন ৫২জন নতুন সহকারী শিক্ষক চকরিয়া ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ফোরকান উদ্দিন যে কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার! হাসিনাবিরোধী আন্দোলন সম্পর্কে জানলেও হস্তক্ষেপ করতে পারেনি ভারত মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার রিকশা থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি বলায় শ্রাবন্তীকে কটাক্ষ!

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫


কলকাতা, ২২ মার্চ – সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন টালিউডের জনপ্রিয় উজ্জ্বল তারকা। গ্ল্যামারাস লুকে রেড কার্পেটে ধরা দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। কিন্তু সেখানে তার দেওয়া ছোট্ট সাক্ষাৎকারটাই এখন ভাইরাল। নেটিজেনদের মতে, অভিনেত্রীর ইংরেজি নাকি দুর্বল। চলছে কটাক্ষের বন্যা।

এদিন সামাজিক মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সাংবাদিক শ্রাবন্তীকে ইংরেজিতেই বলছেন— ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় স্বাগত আপনাকে। আপনাকে খুব মিষ্টি লাগছে। কোন মুহূর্তের জন্য আপনি মুখিয়ে রয়েছেন?

এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, মাই ফ্রেন্ডস আর পারফর্মিং সুপার এক্সাইটেড। অর্থাৎ আমার বন্ধুরা আজ পারফর্ম করবে, তাই আমি দারুণ উচ্ছ্বসিত। এরপর যখন তার থেকে জানতে চাওয়া হয় যে, তিনি কোনো নির্দিষ্ট একটা পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছেন কী? পর্দার হবু দেবী চৌধুরানী জানিয়ে দেন তিনি শুভশ্রীর পারফরম্যান্সের জন্য মুখিয়ে আছেন।

এরপরই শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, কোনো একজন নির্দিষ্ট অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয়, তাহলে সেটি কে হবেন? জবাবে অভিনেত্রী বলেন, সবাই আমার খুব ভালো বন্ধু। তো আমি চাই ওরা সবাই যেন ওই ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে। দেখা যাক।

বর্তমানে এই ভিডিও ভাইরাল। নেটিজেনরা মশকরা করছেন। এক নেটিজেন লিখেছেন— বাংলায় জিজ্ঞেস করলেই তো হতো, এত ভয় পেত না। আরেকজন লিখেছেন— বাংলায় বলার সময় ইংলিশে বলার মতো স্টাইল মেরে বলে আর ইংলিশে বলার সময় এলে বাংলায় বিড়বিড় করে। তৃতীয়জনের মতে, ইংলিশে কথা বলতে হবে ভেবেই হয়তো এত নার্ভাস। চতুর্থজনের মতে, রুটিং ফর কথাটার অর্থ বোঝেনি। পঞ্চম ব্যক্তি লিখেছেন এত খারাপ ইংরেজি কে বলে?

যদিও অনেকে আবার শ্রাবন্তীকে সমর্থন করেছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ইংরেজিকে কবে থেকে আমরা কেবল একটি বিদেশি ভাষা হিসেবে ধরব, কোনো বোদ্ধা হওয়ার স্ট্যান্ডার্ড নয়। দ্বিতীয়জন লিখেছেন—ইংরেজি না জানা বা তাতে দুর্বল হওয়া কোনো অপরাধ নয়। তৃতীয়জন লিখেছেন—ভুলটা কী বলল, সেটিই তো খুঁজে পাচ্ছি না।

আইএ/ ২২ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি বলায় শ্রাবন্তীকে কটাক্ষ! first appeared on DesheBideshe.



আরো খবর: