বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রুশ ভূখণ্ডে ইউক্রেনের গোলাবর্ষণ, নিহত ২

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩


মস্কো, ১০ আগস্ট – রাশিয়ান সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ান্সকে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। অঞ্চলটির মেয়র এমনই দাবি করেছেন। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যামে দেওয়া পোস্টে মেয়র অ্যালেকজান্ডার বোগোমাজ বলেছেন, দুর্ভাগ্যবশত গোলাবর্ষণের ফলে একজন নিহত হয়েছে এবং আরও দুইজন বাসিন্দা আহত হয়েছেন।

তবে পরবর্তী সময়ে বোগোমাজ বলেন, একই হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় এই মুহূর্তে দুইজন বেসামরিক লোক নিহত হয়েছে। চাউসি গ্রামে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। ইউক্রেনের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে এটি অবস্থিত।

তবে রুশ এ গভর্নরের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আল জাজিরার পক্ষ থেকে বলা হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১০ আগস্ট ২০২৩


আরো খবর: