শিরোনাম ::
পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ২০ বছর পর বিটিভিতে বেবী নাজনীন ঈদযাত্রার রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ শিক্ষার্থী-পর্যটনসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য আর্জি জানালেন মুখ্যমন্ত্রী চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিনজন ডাকাত গ্রেফতার ঐশ্বর্যার থেকে যে চারটি শব্দ শুনলেই, ভিতরে ভিতরে উদ্বেগ শুরু হয় অভিষেকের ইসরাইল কর্তৃক গাজার প্রধানমন্ত্রীকে হত্যায় জামায়াতের নিন্দা ব্যাংক রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রিকশা থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫




কুমিল্লা, ২২ মার্চ – কুমিল্লার চান্দিনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৈলাইন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার দুই যুবককে আটক করেন স্থানীয়রা।

শুক্রবার (২১ মার্চ) ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব (২৪) ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের প্রভাত চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকার (২৩)।

ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দেবে।

শনিবার (২২ মার্চ) চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে মামলা করার পর অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ মার্চ ২০২৫



আরো খবর: