শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাষ্ট্রপতির সঙ্গে কক্সবাজারের বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

কক্সবাজার সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জেলা বিচার বিভাগের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩১ জুলাই) সকালে সমুদ্র সৈকতের জলতরঙ্গ রিসোর্টে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে বিচার বিভাগীয় কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে বিচারকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান এবং অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন। এ সময় কক্সবাজার বিচার বিভাগের মামলা নিষ্পত্তির হারসহ সার্বিক বিষয়াদি জেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছেন জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন সভাপতি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কক্সবাজারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সিজেএম ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করাসহ প্রাথমিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করেন বলেও উল্লেখ করে তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মো. মোসলেহ উদ্দিন, ২ এর বিচারক মো. নুরে আলম ও ৩ এর বিচারক মো. আবু হান্নান, কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. সাইফুল ইলাহী, দায়রা জজ-৩ মোহাম্মদ আবদুল কাদের ও দায়রা জজ-৪ মো. মোশারফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোছা. রেশমা খাতুন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ, সিনিয়র সহকারী জজ মো. ওমর ফারুক, কক্সবাজার জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি বেদারুল আলমসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো খবর: