শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাশিয়ায় বেশ কয়েকটি ওষুধের ঘাটতি, জানালেন পুতিন

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
রাশিয়ায় বেশ কয়েকটি ওষুধের ঘাটতি, জানালেন পুতিন

যুদ্ধ নিয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়াকে নিজস্ব ওষুধের উৎপাদন বাড়াতে হয়েছে। এর মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ায় বেশ কয়েকটি ওষুধের ঘাটতি রয়েছে।

কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে পুতিন বলেন, বেশ কিছু ওষুধের ঘাটতি রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে, ফার্মাসিওটিক্যালস পণ্য গেল বছরের প্রথম ত্রৈমাসিকে ২২ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, বাজারে ৬০ শতাংশ ওষুধই দেশীয়, তবুও কিছু ওষুধে ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।

ব্যবস্থাপত্রের ওষুধসমূহ দুই দেশের আরোপিত নিষেধাজ্ঞার আওতামুক্ত। তবে এসব ওষুধ রাশিয়ায় ঠিকভাবে পাঠানো যাচ্ছে না। পরিবহন সংকট, বিমা ও শুল্ক বাধাসহ যুদ্ধের কারণে দেওয়া নানা বিধিনিষেধে এসব ওষুধ পাঠানোর অন্তরায়। এই খাতের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

সূত্র: বাংলানিউজ


আরো খবর: