বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাশিয়ার জব্দকৃত সম্পত্তিকেন্দ্রিক জি৭ চুক্তি, ‘চুরি’ বললেন পুতিন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪
রাশিয়ার জব্দকৃত সম্পত্তিকেন্দ্রিক জি৭ চুক্তি, ‘চুরি’ বললেন পুতিন


মস্কো, ১৪ জুন – ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে সিদ্ধান্ত নিয়েছে জি-৭ ভুক্ত শিল্পোন্নত সাত দেশ। সেসব দেশে স্থগিত থাকা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে এ ঋণ দেওয়া হবে। এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন পুতিন।

শুক্রবারের (১৪ জুন) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্ত ভালোভাবে নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বক্তব্যকালে তিনি বলেন, ‘পশ্চিমের নেতারা রাশিয়ার স্থগিত সম্পদ নিতে আইনি ভিত্তি নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু যত চালাকি করা হোক না কেন চুরি এখনো চুরিই।’ এ ধরনের সব চোরকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

পশ্চিমাদের সতর্ক করে পুতিন আরও বলেন, মস্কো যখন তখন যে কাউকে নিশানায় পরিণত করতে পারে, এটি প্রমাণিত। তাই সম্পদ স্থগিত এবং তা করায়ত্তের চেষ্টাকারীরা পরবর্তী শাস্তির আওতায় আসতে পারে।

জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে এই ঋণ দেওয়া হবে। বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত সাত দেশের জোট বা জি-৭ এর তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাত দেশ হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্য ও ইতালি।

বৃহস্পতিবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অন্যান্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জি-৭ এর সদস্য না হয়েও উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে আলাদা করে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল এই বৈঠকে।

বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাংবাদিকদের বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দিতে রাজনৈতিকভাবে সম্মত হয়েছে জি-৭। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস জি ৭-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনকে সাহায্য করার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জি-৭ ভুক্ত দেশগুলোয় এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার কোটি ডলার সমমূল্যের রুশ তহবিল ও সম্পদ স্থগিত করা হয়েছে। এসব তহবিল ও সম্পদের মুনাফাকে ভিত্তি করেই ইউক্রেনকে বহু বছরমেয়াদি ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে জি-৭। কিন্তু বিষয়টিকে জটিল বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমানে স্থগিত তহবিলের অধিকার রাশিয়া ভবিষ্যতে কোনো দিন ফেরত পেলে, ইউক্রেনকে দেওয়া জি–৭ এর এই ঋণ পরিশোধ করা নিয়ে জটিলতা দেখা দেবে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৪ জুন ২০২৪





আরো খবর: