সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাশিয়ায় মিলিয়ন ডলার পাচার করেছেন বাশার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪


দামেস্ক, ১৬ ডিসেম্বর – বিদ্রোহীদের অভিযানের মুখে মাত্র ১২ দিনের মধ্যে পতন হয়েছে বাশার আল আসাদ সরকারের। এরপর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন তিনি। এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় পাচার করেছেন তিনি।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে দ্য ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় ২৫০ মিলিয়ন ডলারের নগদ অর্থ রাশিয়ায় পাচার করেছেন বাশার আল আসাদ সরকার। এসব চালানে ১০০ ডলারের বিল ও ৫০০ ইউরোর নোট পাঠানো হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার যাঁতাকলে সিরিয়ার সেন্ট্রাল ব্যাংক থেকে মস্কোর নুকোভো বিমানবন্দর দিয়ে দেশটিতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ অব্যাহত থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে যাওয়ার মধ্যে এসব অর্থ পাচার করা হয়েছে। এগুলো দিয়ে রাশিয়া থেকে গম এবং সামরিক ব্যয় এবং অন্যান্য নিত্যপণ্যের জন্য খরচ করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টে ব্যুরো অফ নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের সাবেক প্রধান ডেভিড শেঙ্কার বলেন, আসাদ সরকার তাদের অর্থ বিদেশে পাচার করেছেন যাতে করে তিনি ও তার কাছের মানুষরা পরবর্তীতে সুন্দর জীবন কাটাতে পারেন। আসাদ সরকারের দীর্ঘকাল ধরে বিদেশে সম্পদ স্থানান্তরের কাজ করে আসছেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৪



আরো খবর: